• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে ওয়াকার ইউনিস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১২:৩৮
ইউনিস
ছবি- পিসিবি

গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদ, অধিনায়ক এবং কোচের পদগুলো কতবার পরিবর্তন হয়েছে তা বলা মুশকিল। এই জন্য পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে আনপ্রেডিকটেবল দল বলা হয়। তারই ধারাবাহিকত আবারও পাকিস্তানের ক্রিকেটে ফিরেছেন ওয়াকার ইউনিস।

এর আগে দুই দফায় জাতীয় দলের কোচ হয়ে থাকা ইউনিস এবার কোচ না হলেও, আছেন অন্য বড় পদে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সঙ্গে সরাসরি কাজ করবেন। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজের ভাষ্য, পাকিস্তান ক্রিকেটের অ্যাডভাইজার বা পরামর্শকের দায়িত্বে আসছেন তিনি। আবার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট পদে দেখা যাবে কিংবদন্তি এই ফাস্ট বোলারকে। তবে পদের নাম যাইই হোক, বাবর আজমদের নিয়ে বেশ বড় ভূমিকা রাখতে চলেছেন ওয়াকার ইউনিস, সেটা স্পষ্ট।

পাকিস্তান বোর্ডে তৃতীয় দফায় লাল বল এবং সাদা বল সব ক্ষেত্রেই ওয়াকার যুক্ত থাকবেন দলে। কাজ করবেন দুই কোচ গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির সঙ্গে। খেলোয়াড় সিলেকশন, একাদশ গঠনে তারও মতামত আমলে নেয়া হবে। আর দল সম্পর্কে মহসিন নাকভিকে সরাসরি রিপোর্ট পেশ করবেন তিনি।

সে হিসেবে অনেকটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এর ভূমিকাতে দেখা যাবে তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি এককভাবে দলের সর্বময় কর্তা হতে নারাজ।

পিসিবিতে কিছু কাজ বন্টন করে দিতে আগ্রহী তিনি। সেই বিবেচনাতেই সাম্প্রতিক সময়ে একাধিক নিয়োগ দেখা গিয়েছে ক্রিকেট বোর্ডে। যার সবশেষ সংযোজন ওয়াকার ইউনিস।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা