• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

 র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৯:১১

ভারতের বিপক্ষে কানপুর টেস্টে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাট হাতে সেইভাবে দ্যুতি ছড়াতে পারেননি। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের ওপর ভর করেই টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে এসেছেন মিরাজ। ভারতে দুই ম্যাচের সিরিজ শেষে মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে।

ভারতের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে ৬.৪ ওভার বল করে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৯ ওভার বল করে ৪৪ রানে নেন ২ উইকেট। ব্যাটে প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে ২০ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন। ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

কানপুর টেস্টের পর প্রকাশিত র‍্যাঙ্কিং হালনাগাদে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুইধাপ উন্নতি করেছেন মিরাজ। ক্যারিয়ার সেরা রেটিং ২৭২ নিয়ে ৫ নম্বরে উঠেছেন। পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ভারতের অক্ষর প্যাটেলকে।

পাশাপাশি ব্যাটিং-বোলিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। বল হাতে চারধাপ এগিয়ে ১৮ নম্বরে এসেছেন। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি বোলারদের শীর্ষে আছেন তিনি। ব্যাটে একধাপ উন্নতি করে ৭০ নম্বরে এসেছেন, ৪২৫ রেটিং পয়েন্ট তার।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা, ৪৬৮ পয়েন্ট। ৩৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রবীচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসান ২৮৫ রেটিং নিয়ে তিনে, ২৮২ পয়েন্ট নিয়ে চারে আছেন ইংল্যান্ডের জো রুট।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। কানপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন কানপুরে দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সাদমান ইসলাম। র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থেকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে মুশফিক। যদিও সর্বশেষ র‍্যাংকিং হালনাগাদে একধাপ পিছিয়েছেন মুশফিক। সাত ধাপ পিছিয়েছেন লিটন দাস। এদিকে এবারই প্রথম টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫০- এর বাইরে ছিটকে গেলেন সাকিব। ব্যাটারদের মধ্যে ৫১ নম্বরে আছেন তিনি। ব্যাটিংয়ে পেছালেও সাকিব বোলিংয়ে এগিয়েছেন পাঁচ ধাপ। ২৮-এ উঠেছেন এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশের ব্যাটারদের মাঝে এক ধাপ পিছিয়ে ২৪তম স্থানে আছেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় লিটন দাস ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৭ নম্বরে।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবলের ৭ ধাপ উন্নতি 
সাকিবের হারানো সিংহাসন থেকে এক ধাপ দূরে মিরাজ
সিংহাসনে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?
আইসিসি থেকে সুখবর পেলেন তাসকিন