ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

কে হচ্ছেন টাইগারদের নতুন টেস্ট অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৪:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হার ও দলের বাজে পারফরম্যান্সের পর অবশেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর পর সংবাদ সম্মেলনে নিজেই এই সিদ্ধান্ত জানান। এখন প্রশ্ন কে হচ্ছেন টাইগারদের পরবর্তী টেস্ট অধিনায়ক?

বিজ্ঞাপন

ক্রিকেট পাড়ায় সম্ভাব্য নাম হিসেবে ঘুরছে মেহেদী হাসান মিরাজের নাম। নেতৃত্বের অভিজ্ঞতা, স্থিতিশীল পারফরম্যান্স এবং দলের সঙ্গে দীর্ঘ সময় থাকা এই তিনটি দিক থেকে এগিয়ে তিনি। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন, টেস্ট নেতৃত্বের জন্য মিরাজই সেরা পছন্দ।

যদিও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকেও অনেকে বিবেচনায় রাখছেন। তবে সাম্প্রতিক সময়ের ব্যাটিং ফর্ম ও মাঠের নেতৃত্বগুণ বিবেচনায় মিরাজই এগিয়ে থাকছেন বলে ধারণা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির। কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

হান্নান সরকার বলেন, শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।

আরও পড়ুন

এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |