মোহামেডানকে কাঁদিয়ে চ্যালেঞ্জ কাপের প্রথম চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
বাংলাদেশ টু পয়েন্ট জিরো চ্যালেঞ্জ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নেমেছিল দেশসেরা দুই ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও বসুন্ধরা কিংসের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারতে হয়েছে সাদা-কালোদের।
এদিন কিংস এরিনায় প্রথমবারের মত আয়োজিত হওয়া চ্যালেঞ্জ কাপের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে সাদা-কালোরা। এ সময় ম্যাচের সপ্তম মিনিটে সানডের ক্রস থেকে দুর্দান্তভাবে হেড দিয়ে বল জালে জড়ান সোলেমান দিয়াবাতে।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
দ্বিতীয়ার্ধে গ্যালারি থেকে মাঠে রঙিন ধোয়া নিক্ষেপ করলে ম্যাচ বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। খেলা শুরু হলে একের পর এক আক্রমণ শানাতে থাকে বসুন্ধরা। তবে তাদের সাফল্য আসে ৭৩তম মিনিটে।
মেগেল দামাসেনোর গোলের সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয় গোল পেতেও বেশি সময় নেয়নি তারা। ৮২তম মিনিটে দলকে এগিয়ে নেন ফাহিম। বক্সের ডান প্রান্ত থেকে মিগেলের ক্রস প্লেসিং শটে জালে জড়িয়ে দেন তিনি। ওই গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি মোহামেডান।
উল্টো যোগ করা সময়ের সাত মিনিটে মিগেল দামাসেনোর গোলে ব্যাধান বাড়ায় কিংস। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করে ফেলেন এই ব্রাজিলিয়ান। কিংস আর গোল না পেলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে। এতে ৩-১ ব্যবধানের জয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস।
উল্লেখ্য, ঘরোয়া ফুটবলে নতুন আকর্ষণ চ্যালেঞ্জ কাপ। ইউরোপীয় ফুটবলের আদলে বাংলাদেশে এমন টুর্নামেন্ট প্রথমবারের মতো যাত্রা শুরু করল। জুলাই-আগস্ট বিপ্লবে অনেক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ২.০ নামকরণ হয়েছে।
ম্যাচটির আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় শহীদ সাঈদ-মুগ্ধর গ্রাফিতি আঁকা হয়েছে। স্টেডিয়ামকে সাজানো হয়েছে বিপ্লবের স্মৃতি জড়িয়ে। সেই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে কিংস। এই টুর্নামেন্টের প্রাইজমানি এবং টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জুলাই ফাউন্ডেশনে।
আরটিভি/এসআর
মন্তব্য করুন