ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালে ১০ জনের আবাহনী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৭:২৩ পিএম


loading/img
ছবি: ফেসবুক

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ার্স ম্যাচে ১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। মঙ্গলবার (৮ এপ্রিল) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। আবাহনী ৪-২ গোলে জয় পেয়ে ফাইনালে উঠে যায়। কিংসকে ফাইনালে ওঠার জন্য লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার্স খেলতে হবে। আর সেই ম্যাচটি হবে রহমতগঞ্জের বিপক্ষে।

ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় ঢাকা আবাহনী। খেলার সময় যখন ৪২ মিনিট চলে তখন দলটির ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান। ফলে ম্যাচের বাকি সময় আবাহনী ১০ জনের দল নিয়েই কিংসের বিপক্ষে সমান তালে লড়ে যায়। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে ম্যাচের শেষ মুহূর্তে খেলার সমতা আনে মারুফুল হকের শিষ্যরা। ফলে খেলা যায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বসুন্ধরা কিংস অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে গোলরক্ষক শ্রাবণকে উঠিয়ে জিকোকে মাঠে নামায়। জিকো জাফর ইকবালের শট ঠেকিয়ে কোচের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন। একই সঙ্গে কিংস দুই শট পর্যন্ত লিডে ছিল। রাব্বি রাহুলের করা তৃতীয় শট আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা সেভ করেন। 

এরপর ডেসিয়েলের শট পোস্টের ওপর দিয়ে চলে গেলে জয়ের সুযোগ তৈরি হয় আবাহনীর। ইব্রাহীম গোল করলেই আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায়। টাইব্রেকারে আবাহনীর হয়ে গোল করেন রাফায়েল, এমেকা ও সবুজ। আর কিংসের  হয়ে গোল করেন জোনাথন ও মোরসালিন। এ নিয়ে ঢাকা আবাহনী চলতি মৌসুমেই দুই বার কিংসকে হারের স্বাদ দিলো।

আরটিভি/এসকে/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |