• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ২২:৪৫
পাকিস্তান-জিম্বাবুয়ে
ছবি-এএফপি

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে পাড়িয়ে জমিয়েছে পাকিস্তান দল। তবে এই সফরের শুরুটা ভালো করতে পারেনি রিজওয়ানের দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার উপহার দিয়েছে ম্যান ইন গ্রিনরা। এই ম্যাচে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে রোডেশিয়ানরা।

রোববার (২৪ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাব দিতে নিতে ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। কিন্তু পাকিস্তান ইনিংসের ২১ ওভারে হানা দেয় বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) ৮০ রানের জয় পায় স্বাগতিকরা।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ১২৫ রানে ৭ উইকেট হারানোর পর সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভার ব্যাটে কোনোমতে দুইশ পার করে স্বাগতিকরা। রাজা করেন ৫৬ বলে ৩৯ এবং এনগারাভা করেন ৫২ বলে ৪৮ রান।

পাকিস্তানের হয়ে স্পিনার সালমান আলি আগা এবং ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট। এ ছাড়াও আমের জামাল, হাসনাইন এবং হারিস রাউফ নেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় পাকিস্তান। রোডেশিয়ানদের দাপুটে বোলিংয়ে বিপরীতে ৫৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। এদিন সাইম আইয়ুব (১১), আবদুল্লাহ শফিক (১), কামরান গুলাম (১৭), সালমান আগা (৪) এবং শূন্য রান করে আউট হন হাসিবুল্লাহ খান।

এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরার চেষ্টা করছিলেন অধিনায়ক রিজওয়ান। তবে ২১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮০ রানে বিজয়ী হয় জিম্বাবুয়ে। ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান ।

জিম্বাবুয়ের হয়ে দুই করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ আসাদ দিবস আজ
হাসিনা-পরবর্তী বাংলাদেশের সঙ্গে উষ্ণ হচ্ছে পাকিস্তানের সম্পর্ক 
ভারত-পাকিস্তান থেকে এক লাখ টন চাল কিনবে সরকার
চ্যাম্পিয়নস ট্রফি জয়ীদের ‘আইকনিক ব্লেজার’ উপহার দেবে পিসিবি