চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা শেষে গত মাসেই দেশে ফিরেছে টাইগাররা। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ব্যস্ত সময় পার করছে শান্ত-মিরাজরা। তবে আগামী মাসে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে টাইগারদের।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি।
বিবৃতিতে জানানো হয়েছে, ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
এপ্রিলের প্রথম সপ্তাহে অর্থাৎ ঈদুল ফিতরের পর এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে দুটি সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা।
উল্লেখ্য, শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হয়েছে টাইগারদের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি।
আরটিভি/এসআর