ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মাহমুদউল্লাহর বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ০১:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। বাংলাদেশের জার্সিতে বাইশগজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। বুধবার (১২ মার্চ) রাতে ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহর বিদায়ের ঘোষণায় সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করেছেন। এই অলরাউন্ডারের বিদায়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়সহ এক সময়ের সতীর্থরা।

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেটকে মাহমুদউল্লাহ বিদায় বলার পর তামিম লিখেছেন, আন্তর্জাতিক বর্ণিল ক্যারিয়ারের জন্য ধন্যবাদ রিয়াদ ভাই। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এক স্তম্ভ ছিলেন এবং মাঠ ও মাঠের বাইরে অনেকের অনুপ্রেরণা ছিলেন। ড্রেসিংরুমে আমরা যে মুহূর্ত শেয়ার করেছি, সেগুলো আজীবন মনে রাখার মতো। ক্রিকেটে আপনার অবদানের জন্য ধন্যবাদ ও আসন্ন দিনগুলোর জন্য শুভকামনা।

২০২০ সালের পর মাশরাফি আর বাংলাদেশের জার্সিতে খেলেননি। তার (মাশরাফি) নেতৃত্বে মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে ১১০ ম্যাচ খেলেছেন। মাহমুদউল্লাহকে অভিনন্দন জানিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে মাশরাফি লেখেন, দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়।

বিজ্ঞাপন

ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই মাহমুদউল্লাহ করেছেন আইসিসি ইভেন্টে। যার দুইটি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে এবং একটি করে সেঞ্চুরি করেছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। মাহমুদউল্লাহর এমন অর্জন নিয়ে মাশরাফি লিখেছেন, অ্যাডিলেড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।

আরও পড়ুন

রিয়াদের বিদায়বেলায় সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার আত্মনিবেদন এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে ভালো রাখুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।

মুশফিক ৫ মার্চ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গুনে গুনে এক সপ্তাহ পর মাহমুদউল্লাহ গত রাতে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলেছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে মুশফিক লিখেছেন, বছরের পর বছর মাঠে আপনার সঙ্গে খেলা সত্যিই অনেক সম্মানের। আপনার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ। মনে রাখার মতো অনেক স্মৃতিই আছে আমাদের। দেশের জন্য আপনি যা অর্জন করেছেন, তাতে আমি অনেক গর্বিত। মাশাআল্লাহ আপনার অবসর জীবন উপভোগ করেন রিয়াদ ভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় বলেন, ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত‍্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন‍্য ধন‍্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’।

আরও পড়ুন

৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি-বাংলাদেশের জার্সিতে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। যার মধ্যে টেস্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন পাঁচ বার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০ ম্যাচে তার রান ২৯১৪। 

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |