বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথম ই-বাইক জিতেছেন মোহাম্মদ হৃদয়। বিগত বিপিএলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছিল কুইজের আয়োজন। এবার বিপিএলের নতুন সংযোজন দর্শকদের জন্য র্যাফেল ড্র।
সোমবার (৩০ ডিসেম্বর) যার প্রথম দিনের বিজয়ী মোহাম্মদ হৃদয়। দর্শকদের বিপিএলের সঙ্গে আরও বেশি সংযুক্ত করতেই রাখা হয়েছে এই ই-বাইক জেতার সুযোগ।
বিপিএল শুরুর একদিন আগেই ঘোষণা এসেছিল, প্রতি ম্যাচের দিনেই মাঠে আসা দর্শকদের একজন পাচ্ছেন রেভো ই-বাইক। ম্যাচের প্রথম ম্যাচের শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে দেয়া হবে সেই বাইক, এমনটাই জানায় বিপিএল। গতকাল সেই সূত্রে বিপিএল-২০২৫ খুঁজে নিল নিজেদের প্রথম ই-বাইক বিজয়ীকে।
প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
এবারের বিপিএল ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে খেলা। মাঠে খেলা থাকবে ২৪ দিন পর্যন্ত। আর এই ২৪ দিনই থাকছে দর্শকদের জন্য এমন ব্যবস্থা।
আরটিভি/এমএম