বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর নিয়ে সামনে আসছে নতুন চমক। প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচ। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বিসিবি সূত্র বলছে, যুব ও ক্রীড়া উপদেষ্টার আগ্রহেই আলোর মুখ দেখছে এই উদ্যোগ।
রাজশাহীর পাশাপাশি বরিশাল নিয়েও আলোচনা চলছে, তবে সময় স্বল্পতা ও মাঠের প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় দক্ষিণাঞ্চলের এই ভেন্যুটি এবার বাদ পড়তে পারে। মাঠে চলছে সংস্কার কাজ, তবে আউটফিল্ডের অবস্থার কারণে এবার খেলা হওয়া অনিশ্চিত।
ফ্র্যাঞ্চাইজি নিয়েও আসছে পরিবর্তন। আর্থিক সমস্যার কারণে রাজশাহী ও চিটাগাং কিংস বাদ পড়ার পথে। নতুন দল নিতে আগ্রহী নোয়াখালীর একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। তারা ব্যাংক গ্যারান্টিও জমা দিয়েছে। শেষ সিদ্ধান্ত নেবে মাহবুব আনামের নেতৃত্বাধীন নতুন গভর্নিং কাউন্সিল।
১৩ বছরেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজন করতে না পারার সমালোচনা ছিল দীর্ঘদিনের। এবার হয়তো সেই সীমাবদ্ধতা কাটিয়ে, উত্তরাঞ্চল থেকে শুরু হবে নতুন যাত্রা।
আরটিভি/এসকে/এআর