চলতি বছর বিপিএল আয়োজন নিয়ে ব্যাপক সমালোচনা শিকার হন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবিতে তার পদ হারানোর পিছনে ছিল বিপিএলের ব্যর্থতাও। তবে এবার বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন বোর্ড পরিচালক মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১৯ জুন) সভা শেষে বিসিবির একটি সূত্র থেকে এই তথ্য জানা গিয়েছে। আর বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম। তাদের সঙ্গে বিসিবি পরিচালক ফাহিম সিনহাকেও কাউন্সিলের সদস্য হিসেবে আছেন।
এদিনের সভায় প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন বিসিবি সভাপতি। তিনজন হলেন, সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী।
ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে।
আর পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি।
এ ছাড়াও প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে।
আরটিভি/এসআর