রাজশাহীর ক্রিকেটারদের হোটেল ছাড়া নিয়ে যা বললেন তাসকিন

মো. সাঈদুর রহমান

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০২:৫৯ পিএম


তাসকিন
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে জয় তুলে নিয়েছ প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে দুর্বার রাজশাহী। আর এই তিন জয়ই যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। কারণ, গ্রুপ পর্বের তাদের ম্যাচ শেষ হলেও তাকিয়ে রয়েছে খুলনা ও চিটাগংয়ের দিকে।

বিজ্ঞাপন

যার ফলে টিম হোটেলে বসেই অপেক্ষা করতে হচ্ছে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। কিন্তু হোটেলভাড়া দেওয়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর জন্য। তাই ঢাকায় যাদের বাসা আছে তাদের হোটেল ছাড়ার জন্য বলা হয়েছে দলটির পক্ষ থেকে।

যাদের বাসা ঢাকায় তারা চাইলে হোটেল ছেড়ে বাসায় চলে যেতে পারে। অবশ্য অপশনালভাবে হোটেল ছাড়ার কথা বলা হয়েছে রাজশাহীর ক্রিকেটারদের। আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে দলের বিশ্বস্ত একটি সূত্র। 

বিজ্ঞাপন

রাজশাহী দলের ঢাকায় বসবাস করা ক্রিকেটারদের অন্যতম হলেন এনামুল হক বিজয় এবং অধিনায়ক তাসকিন আহমেদ। তাই এই বিষয়ে জানা জন্য বিজয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি পরিষ্কার করেছেন তাসকিন।

তিনি আরটিভিকে জানান, আমি এখন বাসায় আছি। একটু পরে হোটেলে যাব। তবে ম্যানেজারের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, হোটেল ছাড়তে বাধ্য করছে এমন না বিষয়টা। আমাদের যেহেতু ম্যাচ নেই পাঁচ দিন, তাই বলা হয়েছে কেউ চাইলে বাসায় যেতে পারে। বিষয়টি এতো সিরিয়াস কিছু না।

এদিকে গতকাল চেক বাউন্সের ঘটনায় আলোচনায় ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এই বিষয়ে তাসকিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হ্যা এটা সত্য। আমরা এখনও টাকা পায়নি। তবে আমাদের একটি ডেট দিয়েছে ম্যানেজমেন্ট। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব।

বিজ্ঞাপন

এর আগে পেমেন্ট জটিলতাসহ নানান কারণে টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় রয়েছে দলটি। তবে কিছু দূরে সরিয়ে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তাসকিন-বিজয়রা।

ব্যাটে-বলে পারফরম করে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে জয় তুলে নিয়েছে রাজশাহী। রংপুরকে টানা দুই হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে তাসকিনের দল। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে রয়েছে তারা। তবে প্লে-অফের জন্য তাদের তাকিয়ে থাকতে হবে খুলনা ও চিটাগংয়ে বাকি ম্যাচগুলোর দিকে।

ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আর বাকি দুটি জায়গার জন্য লড়াই করছে রাজশাহী, চিটাগং ও খুলনা। গ্রুপ পর্বে চিটাগংয়ের ৩ ম্যাচ এবং খুলনার ২টি করে ম্যাচ বাকি রয়েছে। চিটাগং যদি কোনো ম্যাচ না জেতে এবং খুলনা যদি একটিতে হারে তাহলেই প্লে-অফের টিকিট পাবে রাজশাহী।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission