ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৮:০২ পিএম


loading/img
ছবি: এএফপি

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝ মাঠে দায়িত্ব ছিল লুকাস পাকেতার কাঁধে। কিন্তু সদ্যঘোষিত আর্জেন্টিনা ও উরুগুয়ে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। এর মাঝেই আজীবন নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

বিজ্ঞাপন

ফুটবলে জুয়াড়িদের সাহায্য করতে ইচ্ছে করে কার্ড দেখার অভিযোগ রয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে খেলা পাকেতার বিরুদ্ধে। তাই এই ফুটবলারের ওপর আজীবন নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল। 

ক্লাবের একাধিক সিনিয়র সূত্রের বরাত দিয়ে মেইল স্পোর্টসকে জানিয়েছে, তারা এই মামলায় জয়ী হওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী না। কারণ এরই মাঝে ক্লাব এবং খেলোয়াড়ের বিপক্ষে বেশ বড় রকমের সম্ভাবনা দেখা গিয়েছে। 

বিজ্ঞাপন

ইংলিশ এফএ তাদের অভিযোগে বলেছে, ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের সঙ্গে ওয়েস্ট হামের ম্যাচে ইচ্ছে করে কার্ড দেখেছেন পাকেতা।

যা ইংলিশ ফুটবলের আইনি ধারা E5 এবং F3 তে যা গুরুতর অভিযোগ বলে বিবেচিত। একইসঙ্গে F3 ধারা ভঙ্গের কারণে F2 আইনেও অভিযুক্ত হয়েছেন ব্রাজিলের এই তারকা। 

এফএ-এর নিয়ম অনুসারে, খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং কোচদের বিশ্বের যেকোনো জায়গায় ফুটবলের সাথে সম্পর্কিত যেকোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এফএ তাদের বিবৃতিতে জানায়, তিনি ইচ্ছাকৃতভাবে রেফারির কাছ থেকে কার্ড পাওয়ার চেষ্টা করেছিলেন, যেন বেটিং মার্কেটকে প্রভাবিত করা যায়। লুকাস পাকেতার এমন আচরণের উদ্দেশ্য এই ম্যাচগুলির অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক পরিবর্তন হয়, যাতে এক বা একাধিক ব্যক্তি বাজি থেকে লাভ করতে পারে।

২০২৩ সালের আগস্টে ডেইলি মেইল জানিয়েছিল, রিয়াল বেটিস ও ওয়েস্ট হাম ক্লাবের স্পন্সর পাওয়া একটি বেটিংয়ে পাকেতা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। চলতি সপ্তাহেই এসব মামলার শুনানি শেষ হবে। আর সেখান থেকে লুকাস পাকেতার আজীবন নিষেধাজ্ঞার খবর আসতে পারে বলেই বিশ্বাস করছে পাকেতার ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |