ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ম্যাচ বয়কটের হুমকি নিয়ে আনচেলত্তিকে লা লিগা সভাপতির খোঁচা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৩:৫৫ পিএম


loading/img
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের ম্যাচের ৬৭ ঘণ্টার মাথায় লা লিগায় খেলতে নেমে সেরাটা দিতে পারেনি এমবাপ্পে-রদ্রিগোরা। তাই ৭২ ঘণ্টার বিশ্রাম না পেলে ম্যাচ বয়টের হুমকি দিয়েছিলেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। তবে তার হুমকি নিয়ে পাল্টা জবাব দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

বিজ্ঞাপন

লা লিগা সভাপতি দাবি করেছেন, রিয়াল মাদ্রিদের জনসংযোগ প্রধান এমিলিও বুত্রাগেনো লেগানেসের বিপক্ষে আগামী ২৯ মার্চের ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ করেছিলেন।

লা লিগা মূলত ম্যাচটি বিকেল ৪টা ১৫ মিনিটে (স্প্যানিশ সময়) রাখতে চেয়েছিল, যাতে ১ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের আগে রিয়াল পর্যাপ্ত বিশ্রাম পায়। কিন্তু বুত্রাগেনো অনুরোধ করেন, ম্যাচটি যেন রাত ৯টায় হয়, যাতে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়রা কিছুটা সময় পান।

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট পোস্টে খানিকটা ব্যঙ্গ করে তেবাস লেখেন— ‘কার্লো, নিশ্চিতভাবেই তোমার জানা আছে, লা লিগা লেগানেস ম্যাচটি বিকেল ৪টা ১৫মিনিটে রেখেছিল, যাতে সেমিফাইনালের আগে বিশ্রাম পাও। কিন্তু বুত্রাগেনো অনুরোধ করলেন রাত ৯টায় করতে—তোমার অনুমতি নিয়ে, নিশ্চয়ই?

আরও পড়ুন

 চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১২০ মিনিট  লড়াই করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এর ঠিক ৬৭ ঘণ্টার মাথায় লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এতে এমবাপ্পে-রদ্রিগোদের পারফরম্যান্সে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে।

তাই কার্লো আনচেলত্তি বলেন, আমি মনে করি শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম। ভবিষ্যৎতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার।

এদিকে রিয়াল মাদ্রিদ ও লা লিগার মধ্যে সূচি ও রেফারিং নিয়ে টানাপোড়েন চলছে অনেক দিন থেকে। এর আগে রেফারিং নিয়ে অভিযোগ তোলায় রিয়াল মাদ্রিদকে কান্না না করার জন্য বলেছিলেন তেবাস।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |