ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

চ‍্যাম্পিয়নস লিগের শিরোপায় চোখ আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০১:৩১ পিএম


loading/img
ছবি: এএফপি

চলতি মৌসুমে লা লিগায় কিছুটা পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। তবে প্রায় প্রতিটি ম্যাচই জিতেছে কষ্ট করে। তাই এক দশকে চ‍্যাম্পিয়নস লিগে ছয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স দেখে হতশা দর্শকরাও। এ নিয়ে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে ভিনি-রদ্রিগোদের।

বিজ্ঞাপন

তবে এসব সমালোচনা দেখার সময় নেই বলে জানিয়েছেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নিজের অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাসী এই ইতালিয়ান কোচ। তাই শিরোপা জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।

তার ভাষ্য, যখন প্রতি তিন দিনে একটি ম‍্যাচ থাকে তখন আমরা সমালোচনা নিয়ে ভাবতে পারি না। আমরা প্রতিটা ম‍্যাচের বিশ্লেষণ করি এবং পরের ম‍্যাচের জন‍্য প্রস্তুত হই।

বিজ্ঞাপন

চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। মঙ্গলবার (৮ এ্রপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।  

আরও পড়ুন

এই ম্যাচ নিয়ে রিয়াল কোচ বলেন, এই ম‍্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা কেবল লড়াইয়ের প্রথম ৯০ মিনিট। এটা নির্ণায়ক নয়, কারণ আগামী সপ্তাহে আরও ৯০ মিনিট খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।

নতুন আঙ্গিকের চ‍্যাম্পিয়ন্স লিগে এরই মধ‍্যে ম‍্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের মতো দলকে বিদায় করে দিয়েছে রিয়াল। এতে চলতি মৌসুমে শিরোপা জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ আনচেলত্তি।

তিনি বলেন, যদি আমি বিশ্বাস না করতাম যে, আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারি তাহলে এরই মধ‍্যে আমি সরে যেতাম। আমি ছুটির কথা ভাবতাম। শেষ পর্যন্ত যাই হোক, আমরা এখানে সব শিরোপার লড়াইয়ের জন‍্য আছি। যদি কাজ না হয় তাহলে পরের মৌসুমের জন‍্য আমাদের ভাবতে হবে। 

তিনি আরও বলেন, চ‍্যাম্পিয়ন্স লিগে আমাদের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জ্ঞানের অর্থ হলো এ ধরনের ম‍্যাচ নিয়ে, এমন চাপ নিয়ে আপনি ভয় পাবেন না।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |