ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাত পোহালেই বিশ্বকাপ নিশ্চিতের মিশন শুরু টাইগ্রেসদের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৬:৫১ পিএম


loading/img
ছবি: পিসিবি

পাকিস্তান ও আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে লাহোরে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অর্থাৎ আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে জয় পেতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা।

মূল ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল টাইগ্রেসরা। আর এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি জ্যোতি-নাহিদারা। দুটি প্রস্তুতি ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা। এখন মূল ম্যাচে সেরা দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছিল স্কটল্যান্ড। জবাব দিতে নেমে ৫১ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে পাকিস্তানকে ২৭৭ রানের বড় লক্ষ্য দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। জবাব দিতে নেমে মাত্র ১০৯ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ১৬৭ রানের বড় জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। মোট ৮টি দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। ইতোমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত।

এই ছয় দলের বাইরে আরও দুটি দল মূল পর্বে অংশ নেবে বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ ছাড়াও এবারের বাছাইপর্বে রয়েছে—পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |