চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানের নারী ক্রিকেট দল। তবে দুই দেশের রাজনৈতিক উত্তাপ এবার ক্রিকেট মাঠেও প্রভাব ফেলছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারতে এসে বিশ্বকাপ খেলতে আপত্তির কথা জানিয়েছে পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা।
পাকিস্তানের ওপেনার জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে খেলার কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘আমরা এটা জানি ম্যাচগুলো এশিয়ার কোনও দেশেই খেলব। এটা পরিষ্কার যে আমরা ভারতে খেলব না। ভারতে খেলার কোনও ইচ্ছাও নেই।’
এই পরিস্থিতি অবশ্য নতুন কিছু নয়। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও তৈরি হয় জটিলতা। ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের পর ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায়নি। এই দুই দল শুধু আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজিত টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক সময়ে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে।
আরটিভি/এসকে-টি