৪৮ দলের বিশ্বকাপে পা রাখতে যাচ্ছে মেয়েরাও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১০ মে ২০২৫ , ১০:১০ এএম


৪৮ দলের বিশ্বকাপে পা রাখতে যাচ্ছে মেয়েরাও
নারী ফুটবল বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে পুরুষ ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ আসর। এবার সেই তালিকায় যোগ হচ্ছে নারী ফুটবল বিশ্বকাপও। ৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিয়েছে ফিফা।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। ২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় অংশ নেবে ৪৮ দল। ২০২৭ সালের ব্রাজিল আসরে খেলবে ৩২ দল। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, এটি কেবল ফিফা মহিলা বিশ্বকাপে আরও ১৬টি দলের অংশগ্রহণের বিষয় নয়, বরং সামগ্রিকভাবে মহিলাদের খেলার সাথে সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪৮ দলের বিশ্বকাপের মেয়াদ বাড়বে ১ সপ্তাহ। ১২ গ্রুপের টুর্নামেন্টে ম‍্যাচের সংখ‍্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। যে বৃদ্ধিগুলো এর আগেই দেখা যাবে ছেলেদের বিশ্বকাপে, ২০২৬ আসরে। 
 
২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল ২৪ দলের উইমেন’স বিশ্বকাপ। চার বছর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ৩২ দলের আসর। সেবার সিডনিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন। 
  
আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission