ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

লা লিগার সেরা খেলোয়াড় রাফিনহা, সেরা তরুণ খেলোয়াড় ইয়ামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০৬:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

লা লিগার বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা। অন্যদিকে সেরা অনুর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন লামিন ইয়ামাল। লা লিগার ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনাকে এই দুই খেলোয়াড় এনে দিয়েছেন তিনটি শিরোপা। ইয়ামাল এবং রাফিনিয়া ছিলেন স্প্যানিশ লা লিগার সেরা খেলোয়াড়ের দৌড়ে।  

বিজ্ঞাপন

চলতি মৌসুমে রাফিনহা মাঠে নেমে ৫৭টি ম্যাচ খেলেছেন। যেখানে নিজে করেছেন ৩৪ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন  ২৫টি। ২০২২ সালে বার্সায় যোগ দিলেও শুরুতে তেমন আলো ছড়াতে পারেননি ব্রাজিলের এই তারকা। তবে হান্সি ফ্লিকের অধীনে নিজের পারফরম্যান্স নতুন রূপে খুঁজে পান তিনি। তার ওপর আস্থা রেখে ক্লাবও ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে। 

এই মৌসুমে আলো ছড়িয়েছেন আরেক তরুণ বিস্ময় তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই প্রতিপক্ষের রক্ষণভাগ এলোমেলো করে দিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৫৫ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল আর করিয়েছেন ২৫টি গোল। যে কারণে লা লিগা তাকে মৌসুমের সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলার ঘোষণা করেছে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

সবশেষ নেশন্স লিগের সেমিতেও খেলেন দুর্দান্ত। ১৭ বছরেই তাকে ব্যালন ডি’ অরের যোগ্য বিবেচনা করছেন অনেকেই। ইয়ামাল শুধু ভবিষ্যতের তারকা নন, বরং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা তরুণ খেলোয়াড়দের একজন। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |