ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জিম্বাবুয়ে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০৫:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (৬ জুন) ঘোষিত এই স্কোয়াডে  জাতীয় দলের হয়ে খেলবেন অলরাউন্ডার প্রিটোরিয়াস, বাঁহাতি স্পিনার লেসেগো সেনোকোয়ানে এবং তরুণ পেসার কোডি ইউসুফ। এছাড়া টেস্টে এখনো অভিষেক না হওয়া মিডল-অর্ডার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস এবং অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েনও  দলে সুযোগ পেয়েছেন।  

বিজ্ঞাপন

নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে ১৬ জনের দল ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুক্রি কনরাড। 

এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ না হওয়ায় মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে প্রোটিয়ারা। সেই সঙ্গে এই সিরিজ দিয়ে তরুণদের পরখ করে দেখার মোক্ষম সুযোগ দেখছেন কনরাড। দলের নিয়মিত মুখ এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টেম্বা বাভুমার নেতৃত্বে ২৮ জুন বুলাওয়ায়োতে প্রথম টেস্টে মাঠে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। একই ভেন্যুতে ৬ জুলাই দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।  

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:  টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কেশাভ মহারাজ, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনা ও কোডি ইউসুফ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |