তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে। মাদুরাই প্যান্থার্স অভিযোগ করেছে, বলের ওজন বাড়াতে ডিন্ডিগুল ড্র্যাগনস দলের খেলোয়াড়রা রাসায়নিকযুক্ত তোয়ালে ব্যবহার করেছে।
গত ১৪ জুনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিন্ডিগুল ড্র্যাগনস ও মাদুরাই প্যান্থার্স। ম্যাচ শেষে মাদুরাইয়ের সিওও এস মহেশ টিএনপিএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অভিযোগ জানান, বল মোছার তোয়ালেতে রাসায়নিক থাকায় বলের ওজন বেড়ে যায় এবং ব্যাটে ধাক্কা লাগার সময় অস্বাভাবিক ধাতব শব্দ শোনা গেছে।
অভিযোগে কারও নাম সরাসরি উল্লেখ না করলেও, সিনিয়র খেলোয়াড় হিসেবে অশ্বিনও অভিযুক্তদের তালিকায় পড়েছেন। বিষয়টি ঘিরে বিস্ময় ছড়িয়েছে তামিলনাড়ুর ক্রিকেট অঙ্গনে। কারণ, অশ্বিনের মতো ক্রিকেটারকে এভাবে অভিযুক্ত করা বেশ অপ্রত্যাশিত বলেই মনে করছেন অনেকেই।
এ বিষয়ে টিএনপিএলের সিইও প্রসন্ন কান্নন বলেন, মাদুরাই অভিযোগ করেছে নিয়মিত সময়সীমার বাইরে, তবে আমরা তা গ্রহণ করেছি। তাদের যথাযথ প্রমাণ দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। যদি প্রমাণ মেলে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ভিত্তিহীন অভিযোগের ক্ষেত্রে মাদুরাইকেই শাস্তির মুখে পড়তে হতে পারে।
ডিন্ডিগুল ড্র্যাগনস কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিষয়টি এখন নজরকাড়া তদন্তে গড়াচ্ছে, যার ফলাফল টিএনপিএলের বিশ্বাসযোগ্যতায় বড় প্রভাব ফেলতে পারে।
আরটিভি/এসকে -টি