ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের হয়ে খেলা নিয়ে হামজার সঙ্গে আলোচনা করেছেন কিউবা মিচেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৫:৫৩ পিএম


loading/img
কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

প্রবাসী ফুটবলারদের হাত ধরে দেশের ফুটবলে নতুন করে জাগরণ ঘটেছে। হামজা-সমিতসহ মোট ৬জন প্রবাসী ফুটবলার জাতীয় দলের গুরুত্বপূর্ণ পজিশনে খেলছেন। এ ছাড়াও বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কিউবা মিচেল।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়েছে খেলা নিয়ে কথা বলেছেন মিচেল। তার ভাষ্য, শুধু অভিজ্ঞতার দিক থেকেই, বাংলাদেশের হয়ে খেলা হবে জীবনে একবারই ঘটার মতো কিছু। খুব বেশি খেলোয়াড় এই সুযোগ পায় না, বিশেষ করে যারা মূল দলে বেশি সময় খেলেনি।

ইংল্যান্ড থেকেই বাংলাদেশে এসে খেলেছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে হামজার ক্লাব শেফিল্ডের বিপক্ষেই লড়েছিল কিউবা মিচেলের সান্দারল্যান্ড। সেই সময়েই বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে হামজার সঙ্গে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

মিচেল বলেন, আমি ইতিমধ্যে হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি এবং ওর প্লে-অফ ফাইনাল ও বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। ওখানে সমর্থন দারুণ রকমের, তাই আমি দারুণ রোমাঞ্চিত—সেখানে গিয়ে খেলতে আর দেখতে চাই শুধু এটা থেকেই আর কী কী দরজা খুলে যায়। 

বিজ্ঞাপন

মিচেলের ফুটবল ক্যারিয়ারের শুরুটা সান্দারল্যান্ডের যুব দলের হয়ে। খেলেছেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে। কদিন আগে সান্দারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে ওঠার স্বাদও পেয়েছেন। তবে সান্দারল্যান্ডের স্টেডিয়াম অব লাইট থেকে আপাতত বিদায় বলতে হচ্ছে কিউবা মিচেলকে। 

বিজ্ঞাপন

৮ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্দারল্যান্ড নিজেদের স্কোয়াডের আকার বাড়াতে চায়। যে কারণে অনেক অ্যাকাডেমি গ্র্যাজুয়েটকেই থাকতে হচ্ছে ছাটাইয়ের তালিকায়। যার মধ্যে আছেন কিউবা মিচেলও। তবে প্রাক মৌসুমের ব্যস্ততার আগেই নিজের নতুন ঠিকানা খুঁজে নিতে চান মিচেল।

তিনি বলেন, এই মুহূর্তে (ট্রান্সফার উইন্ডোতে) সব কিছুই বেশ শান্ত, তবে প্রি-সিজনে আমার কিছু সুযোগ রয়েছে যেগুলো আমি কাজে লাগাতে চাই। গত কয়েক সপ্তাহে আমার বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল, কিন্তু আমার রেজিস্ট্রেশন কয়েক ঘণ্টা দেরি হয়ে গিয়েছিল, তাই এখন অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |