ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গল টেস্ট

ডবল সেঞ্চুরির আক্ষেপ নিশাঙ্কার, লঙ্কানদের চোখ রাঙানিতে হতাশ টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৬:৩৫ পিএম


loading/img
গল টেস্টে নিশাঙ্কা ও লিটন কুমার দাস। ছবি: এএফপি

গল টেস্টে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে পাহাড় সমান ৪৯৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগারদের চোখে চোখ রেখেই ব্যাট চালিয়েছে স্বাগতিকরা। ৯৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। এতে টাইগারদের থেকে ১২৭ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত শুরু এনে দেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। তবে ইনিংস বড় করতে পারেননি উদারা। ৩৪ বলে ২৯ রান করেন তিনি।

আরও পড়ুন

তবে চান্দিমালকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। অপর প্রান্ত থেকে ফিফটি তুলে নেন চান্দিমাল। এরপর পিচে থাকতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ১১৯ বলে ৫৪ রান করে নাঈমের বলে ক্যাচ আউট হন তিনি।

402328

বিজ্ঞাপন

এরপর নিশাঙ্কাকে সঙ্গ দিতে থাকেন বিদায়ী টেস্টে খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি। ৬৯ বলে ৩৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। অপর প্রান্ত থেকে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান নিশাঙ্কা। 

বিজ্ঞাপন

AFP__20250619__62Y89Y3__v2__HighRes__TopshotCricketSriBanTest

কিন্তু এই লঙ্কান ওপেনারকে থামান মুমিনুল হক। ২৫৬ বলে ১৮৭ রান করে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। শেষ দিকে ডি সিলভাকে নিয়ে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস। তার ৫৬ বলে ৩৭ রান ও ২৬ বলে সিলভার অপরাজিত ১৭ রানে ভর করে তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলেছে শ্রীলঙ্কা। এতে টাইগারদের থেকে ১২৭ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও ‍মুমিনুল হক একটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর -টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |