ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রাজশাহীবাসীকে সুখবর দিলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০২:১৪ পিএম


loading/img
ছবি: বিসিবি

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তির উপলক্ষকে স্মরণ করতে বর্ণাঢ্য আয়োজন করছে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তারই ধারাবাহিকতায় আজ রাজশাহী বিভাগে পালন হচ্ছে রজতজয়ন্তীর অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়েছে বিসিবি সভাপতিসহ বোর্ড পরিচালকরা। এ সময় রাজশাহী বাসী একটি সুখবর দিয়েছেন আমিনুল।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সকাল ১০ টার  রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন আমিনুল। এ সময় তিনি রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম বাংলাদেশের মানুষ- বিশেষ করে গতকালকে খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ অলরেডি ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। 

‘আমরা এই আয়োজন সবসময় করতে চাই। এটা একটা অংশ। আপনারা জানেন যে, ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়েরা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করব।’

বিজ্ঞাপন

510357903_1195452662593232_7318748210982983614_n

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেখছেন যে এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাইন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।

উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার সেই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে ২১ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত দেশজুড়ে আয়োজিত হয়েছে এক সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।

506731585_1195908259214339_4007328301918109516_n

আয়োজনে যা থাকছে:

সিক্স-এ-সাইড টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১২):  খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও বরিশালে আয়োজন করা হবে অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ম্যাচ।

বিভিন্ন মজার ও শিক্ষামূলক কার্যক্রম:

পেসার হান্ট: তরুণ প্রতিভা খুঁজে বের করার চ্যালেঞ্জ
কমেন্ট্রি বুথ: দর্শকদের ধারাভাষ্য দেওয়ার সুযোগ ঐতিহাসিক টেস্ট মুহূর্ত নিয়ে
আর্ট প্রতিযোগিতা: টেস্ট ক্রিকেটভিত্তিক ছবি আঁকার আয়োজনহিট দ্য স্টাম্প: ওপেন চ্যালেঞ্জ—স্টাম্পে বল লাগানোর খেলা
‘গুড লাক’ উইশ বোর্ড: দর্শকদের শুভকামনা বার্তা লেখার সুযোগ

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |