ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অস্ট্রেলিয়া ‘এ’ দলের নতুন হেড কোচ টিম পেইন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:২৩ পিএম


loading/img
টিম পেইন। ছবি: সংগৃহীত

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক থাকা অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন টিম পেইন। আর সব ধরণের ক্রিকেট থেকে ২০২৩ সালে অবসর নেন। এরপর থেকেই কোচিংয়ে সময় দিয়েছেন পেইন। যার ফল স্বরূপ অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
 
সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া ‘এ’ দলের আগামী তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।

বিজ্ঞাপন

আগামী জুলাইয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। এই সিরিজ দিয়েই নিজের নতুন অধ্যায় শুরু করবেন পেইন।

আরও পড়ুন

এরপর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে সাদা ও লাল বলের সিরিজে দায়িত্ব সামলাবেন তিনি। এরপর অক্টোবরের শেষের দিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি চার দিনের ম্যাচেও পেইন অস্ট্রেলিয়ার ‘এ’ দলের কোচ হিসেবে থাকবেন।

পেইন বর্তমান বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাই অস্ট্রেলিয়া ছেলেদের ‘এ’ দলের পাশাপাশি নারী দলের সাপোর্ট স্টাফ হিসেবেও কাজ করবেন। সেই সঙ্গে চালিয়ে যাবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচিংয়ের দায়িত্বও।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |