ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল রিভার প্লেট। যেখানে ইতালিয়ান ক্লাবটির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার ক্লাব। আর এই ম্যাচে লাল-কার্ড দেখেছেন দুই আর্জেন্টাইন ফুটবলার।
বৃহস্পতিবার (২৬ জুন) সিয়েটেলের লুমেন ফিল্ডে সকালে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে যায় রিভার প্লেট। তবে ক্লাবটি ম্যাচ শেষ করেছে ৯ জনকে নিয়ে।
৬৬ মিনিটে শেষ ডিফেন্ডার হিসেবে হেনরিখ মেখিতারিয়ানকে আটকাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা। ১০ জনের দল হয়ে যাওয়ার ৬ মিনিট পরেই গোল খায় রিভার প্লেট। ইন্টার মিলানের জার্সিতে প্রথম ম্যাচেই গোল করেছেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও এসপসিতো।
এরপর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইন্টার জয় নিশ্চিত করে দেয় আলেসান্দ্রো বাস্তোনির গোল। এর দুই মিনিট পরে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন রিভার প্লেটের আরেক খেলোয়াড় গঞ্জালো মন্তিয়েল। আর্জেন্টিনার জাতীয় রাইট ব্যাক হিসেবে খেলেন তিনি।
আর্জেন্টিনার সব ক্লাব বিদায় নিলেও প্রতিবেশী ব্রাজিলের চারটি ক্লাবই উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোতে পালমেইরাস ও বোতাফোগো মুখোমুখি হওয়ায় নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কোনো না কোনো ক্লাব থাকছেই। পালমেইরাস ও বোতাফোগো ছাড়া ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্সও উঠেছে দ্বিতীয় রাউন্ডে।
আরটিভি/এসআর