টেনিসের ঐতিহ্যবাহী আসর উইম্বলডন শুরু হচ্ছে সোমবার থেকে। এবারের আসরে পুরুষ এককে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের শুরুটা হতে যাচ্ছে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে। প্রস্তুতির অংশ হিসেবে তিনি অনুশীলন করেছেন উইম্বলডন ফাইনালের পুরনো প্রতিপক্ষ নোভাক জোকোভিচের সঙ্গে। যদিও একে অপরের বিরুদ্ধে নয় নিজেদের মতো করে।
পুরুষ বিভাগে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার প্রথম রাউন্ডে খেলবেন লুকা নার্দির বিপক্ষে। অন্যদিকে, গতবারের নারী চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা মুখোমুখি হবেন আলেকজান্দ্রা এলারের। রানার-আপ জেসমিন পাওলিনির প্রতিপক্ষ আনাস্তাসিয়া সেভাসতোভা।
নারী বিভাগের দ্বিতীয় বাছাই কোকো গফ খেলবেন ডায়ানা ইয়াসত্রেমস্কার বিপক্ষে এবং তৃতীয় বাছাই জেসিকা পেগুলা খেলবেন ইতালির এলিসাবেত্তা কোচ্চিয়ারেতোর বিরুদ্ধে।
এবার উইম্বলডনে খেলা শুরুর আগেই আয়োজকদের নতুন দুশ্চিন্তা তাপপ্রবাহ। সোমবার থেকেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের জন্য অতিরিক্ত পানিপানের বিরতি দেওয়া হতে পারে।
আরটিভি/এসকে/এআর