ঢাকা

হাঙ্গেরির ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৮:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগামী মৌসুমের জন্য দলকে শক্তিশালী করতে ইংলিশ ক্লাব লিভারপুল এবার হাঙ্গেরির ডিফেন্ডার মিলোস কেরকেজকে দলে ভিড়িয়েছে। বোর্নমাউথ থেকে এই ২১ বছর বয়সি লেফট ব্যাককে কিনতে অল রেডদের খরচ হয়েছে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড। বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে কেরকেজের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে লিভারপুল। 

বিজ্ঞাপন

ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন কেরকেজ। নতুন ক্লাবে যোগ দিয়ে প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি, ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাবে খেলতে পারা আমার জন্য গর্বের ও রোমাঞ্চকর ব্যাপার।

এর আগে লিভারকুসেন থেকে ফ্রিংপং এবং জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজকে দলে নিয়েছে লিভারপুল। হাঙ্গেরির ক্লাব পুস্কাস আকাদেমিয়া থেকে তরুণ গোলকিপার আরমিন পেকসিকেও দলে নিয়েছে ক্লাবটি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সার্বিয়ায় জন্ম নেওয়া কেরকেজ ২০২২ সালে হাঙ্গেরি জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ২৩টি আন্তর্জাতিক ম্যাচ। তরুণ এই ডিফেন্ডারকে ঘিরে অনেক আশা করছে অ্যানফিল্ড শিবির।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |