• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

সাইফের শতকে লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ ‘এ’ দলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ অক্টোবর ২০১৯, ১৫:১৯

সাইফ হাসানের শত রানের ইনিংসে ওপর ভর করে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৩২৩ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে মোহাম্মদ মিঠুনের দল।

দুই ওপেনার সাইফ আর মোহাম্মদ নাঈম শেখ মিলে গড়েন ১২০ রানের জুটি। ৬৬ রানে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নাঈম বিদায় নেন। দলীয় ১৩১ রানে নাজমুল হোসেন শান্ত ও ১৫৬ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দুজনে করেন যথাক্রমে ২ ও ১৫ রান। এর পর অধিনায়ক মিঠুনকে নিয়ে ৯৯ রানের বড় জুটি গড়েন সাইফ।

শেষ পর্যন্ত ডান হাতি এই ওপেনার থামেন ১১৭ রান করে। বিদায়ের আগে ১১০ বল খেলে ১২টি চার ও ৩টি ছক্কায় হাঁকান ২০ বছর বয়সী সাইফ।

মিঠুন ৩২, আফিফ হোসেন ১২, নুরুল হাসান সোহান ১৭, আরিফুল হক ৬ ও আবু হায়দার রনি আউট হন ৮ রান করে।

শেষ পর্যন্ত ১২ রান করে অপরাজিত ছিলেন সানজামুল হক। তার সঙ্গে মাঠে ছিলেন ৩ রান করা এবাদত হোসেন।

লঙ্কানদের হয়ে বিশ্ব ফার্নান্দো ৪টি ও শিরান ফার্নান্দো তুলে নেন ৩টি উইকেট। একটি উইকেট শিকার করেন আমিলা আপোনসো।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শকদের জন্য যেসব চমক থাকবে এবারের বিপিএলে
বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা
দ্বিতীয় দফায় জাতীয় দলের কোচ হওয়ার কারণ জানালেন সালাউদ্দিন
এবার ওয়ানডেতে অভিষেক জাকেরের, এক বাক্যে বদলে গেল ক্যারিয়ার