ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সাইফের শতকে লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ ‘এ’ দলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১২ অক্টোবর ২০১৯ , ০৩:১৯ পিএম


loading/img

সাইফ হাসানের শত রানের ইনিংসে ওপর ভর করে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৩২৩ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

বিজ্ঞাপন

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে মোহাম্মদ মিঠুনের দল।

দুই ওপেনার সাইফ আর মোহাম্মদ নাঈম শেখ মিলে গড়েন ১২০ রানের জুটি। ৬৬ রানে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নাঈম বিদায় নেন। দলীয় ১৩১ রানে নাজমুল হোসেন শান্ত ও ১৫৬ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দুজনে করেন যথাক্রমে ২ ও ১৫ রান। এর পর অধিনায়ক মিঠুনকে নিয়ে ৯৯ রানের বড় জুটি গড়েন সাইফ। 

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ডান হাতি এই ওপেনার থামেন ১১৭ রান করে। বিদায়ের আগে ১১০ বল খেলে ১২টি চার ও ৩টি ছক্কায় হাঁকান ২০ বছর বয়সী সাইফ।

মিঠুন ৩২, আফিফ হোসেন ১২, নুরুল হাসান সোহান ১৭, আরিফুল হক ৬ ও আবু হায়দার রনি আউট হন ৮ রান করে। 

শেষ পর্যন্ত ১২ রান করে অপরাজিত ছিলেন সানজামুল হক। তার সঙ্গে মাঠে ছিলেন ৩ রান করা এবাদত হোসেন।

বিজ্ঞাপন

লঙ্কানদের হয়ে বিশ্ব ফার্নান্দো ৪টি ও শিরান ফার্নান্দো তুলে নেন ৩টি উইকেট। একটি উইকেট শিকার করেন আমিলা আপোনসো।

ওয়াই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |