করোনার এই সময়টায় সব ক্রিকেট বোর্ডেরই কম বেশি ঝামেলায় পড়তে হয়েছে। আর্থিক সমস্যাটাই সবচেয়ে বেশি তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের আর্থিক সমস্যাটা সামনে এসেছে সবার।
যে কারণে তাদের প্রধান নির্বাহী পদেরও রদবদল হয়। বোর্ডের উপর নাখোশ ছিল ক্রিকেটাররাও। ভাবা হচ্ছিল আবারও হয়তো বেঁধে যাবে বোর্ড-ক্রিকেটারদের মধ্যে।
তবে সেই ঝামেলা থেকে বেঁচে গেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া ক্রিকেটার্স এসোসিয়েসনের (এসিএ) কাছে বেশ কয়েকটি নতুন পরিকল্পনা হস্তান্তর করে সিএ। যদিও এসব পরিকল্পনা নাকচ করে দেয় এসিএ।
সাবেক নির্বাহী প্রধান কেভিন রবার্টসের দেয়া এসব পরিকল্পনা স্থগিত করেছেন নতুন যোগ দেয়া নির্বাহী প্রধান নিক হকলে।
সিএ তাদের বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের ক্ষতির পরিমাণ জানার আগ পর্যন্ত এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না। এসিএ ও সিএ’র এই সমঝোতা দেশের ক্রিকেটকে আরেকধাপ এগিয়ে নিয়ে গেল।
চলতি বছরের অক্টোবরে দেশটিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এনিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি আইসিসি। তবে এরিমধ্যে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ও জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া সফর স্থগিত হয়েছে।
আরও পড়ুন
এমআর/