ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টিতে ফিরতে যে শর্ত দিলেন কোহলি

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০২:৫৭ পিএম


loading/img
ছবি: এএফপি

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। অনেকেই ভেবেছিল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর ওয়ানডে থেকে অবসর নিবেন। কিন্তু তা হয়নি, বরং টি-টোয়েন্টিতে ফেরার জন্য শর্ত দিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

বিজ্ঞাপন

শনিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে কোহলি বলেন, যদি ভারত ২০২৮ অলিম্পিকের ফাইনালে উঠতে পারে, তাহলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিকের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।

তিনি বলেন, অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভালো ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভালো হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিকেও খেলতে পারব। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ সুযোগ।

বিজ্ঞাপন

১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট। সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যোগ্যতা অর্জন কীভাবে হবে তা এখনও ঠিক হয়নি। 

আরও পড়ুন

টেস্ট ও ওয়ানডেতে অবসর নেওয়া নিয়ে এই ডান হাতি ব্যাটার বলেন, চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব। এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না।

তবে এই দু’টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর কী করবেন, তা এখনও ভাবেননি। কোহলি ভাষ্য, আমি সত্যিই জানি না অবসরের পর কী করব। সম্প্রতি আমার এক সতীর্থ একই প্রশ্ন করেছিল। আমিও এই উত্তরটাই দিয়েছিলাম। হয়তো খুব ঘুরতে পারি সেই সময়ে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |