• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শীর্ষে উঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৪

আজকের দুটি ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। ইতোমধ্যে তিনটি দল তাদের প্লে অফ নিশ্চিত করেছে। আজ নিশ্চিত হবে শেষ দল হিসেবে কে খেলবে।

শনিবার দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আগে থেকে প্লে অফ নিশ্চিত করা রংপুর ও কুমিল্লা। তবে সবার দৃষ্টি থাকবে দিনের দ্বিতীয় ম্যাচে। তাই প্রথম ম্যাচের গুরুত্ব অনেকটা কম। এমন একটি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

দু’দলই চাইবে আজকে এ ম্যাচটি জিততে। কারণ যারা জিতবে তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করবে। পাশাপাশি উভয় দলই তাদের সাইড বেঞ্চও ঝালিয়ে দেখার সুযোগ পাবে। তাই এ ম্যাচটিও কম উত্তেজনা তৈরি করবে না।

উভয় দলের এটি দ্বিতীয় সাক্ষাত। প্রথম দেখাতে কুমিল্লাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে রংপুর।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস (অধিনায়ক), লিয়াম ডসন, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, আবু হায়দার রনি, ওয়াকার সালমা খাই, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।

রংপুর রাইডার্স
ক্রিস গেইল, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বললেন চিটাগং কিংসের মালিক
বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম
দর্শকদের জন্য যেসব চমক থাকবে এবারের বিপিএলে
বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা