ঢাকা

বাটলারের ‘নতুন’ বাংলাদেশের হারে শুরু আমিরাত সফর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:১১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বৃটিশ কোচ বাটলারকাণ্ডে বিদ্রোহ করা প্রথম সারির খেলোয়াড় ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ ১-৩ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে আফঈদা খাতুনের দল ১৬ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের কাছে হারে শুরু হলো সফর।

এই ম্যাচে সাবিনা-সানজিদারা না থাকলেও ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি-বক্সের সামনে বেগ পেতে হয়। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে, ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। যদিও ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল শোধ করেন অধিনায়ক আফঈদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া।

এরপর আরও সুযোগ তৈরি করেছিল পিটার বাটলারের বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের উপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হার নিয়ে মাঠ ছাড়ে নতুন ও কম পরিচিত লাল-সবুজের প্রতিনিধি দল। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |