শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত পারফরম করে ড্র করেছিল বাংলাদেশ। তাই কলম্বো টেস্টটি ছিল সিরিজ নির্ধারণীর ম্যাচ। যেখানে লঙ্কানদের কাছে ৭৮ রান এবং ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। এতে ১-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।
কলম্বোতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে ৪৫৮ রান করেছিল লঙ্কানরা। এতে ২১১ রানের লিড পেয়েছিল তারা। জবাব দিতে নেমে মাত্র ১৩৩ রানেই গুঁটিয়ে যায় শান্ত বাহিনী।
এতে ৭৮ রান এবং ইনিংস ব্যবধানের জয় পেয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শ্রীলঙ্কা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা। তৃতীয় দিনে ১১৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল শান্তরা। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে মাত্র ১৮ রান তুলতে পেরেছে তারা। এতে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
এদিন ব্যক্তিগত ১ রান যোগ করতেই জয়সুরিয়ার বলে ক্যাচ আউট হন লিটন কুমার দাস। ৪৩ বলে ১৪ রান করেন তিনি। ৮ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন নাঈম হাসান। এরপর তাইজুল ইসলাম (৬) এবং এবাদত হোসেন ৬ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে হার নিশ্চিত হয় বাংলাদেশের।
আরটিভি/এসআর