• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মেসির গোলে আর্জেন্টিনার রক্ষা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৯, ০৯:২০
উরুগুয়ে আর্জেন্টিনা ড্র

উরুগুয়ে হয়তো ধরেই নিয়েছিল, খেলা এখানেই শেষ! তবে ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি গোলের মাধ্যমে আর্জেন্টিনার হার এড়াতে সক্ষম হন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। শেষ পর্যন্ত মাচটি ২-২ গোলে ড্র হয়। সোমবার রাতে ইসরায়েলের তেল আবিবে মুখোমুখি হয় আর্জেন্টিনা-উরুগুয়ে।

৯০+১ মিনিটে উরুগুইয়ান ডিফেন্ডার মার্টিন কাসেরেসের হাতে বল লাগার কারণে পেনাল্টি পায় আলবেসিলেস্তেরা। বার্সেলোনার ফরোর্য়াড মেসি শেষ মুহূর্তে গোল তুলে নেন। এর আগে ম্যাচের ৬৮ তম মিনিটে মেসির বার্সার সতীর্থ লুইস সুয়ারেজ দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে উরুগুয়েকে ২-১ এ এগিয়ে দিয়েছিলেন।

হাইভোল্টেজ এই ম্যাচের ৩৪তম মিনিটেই এদিন এগিয়ে যায় উরুগুয়ে। সুয়ারেজের দেয়া পাসে গোল তুলে নের প্যারিস সেন্ট জার্মেই'র (পিএসজি) স্ট্রাইকার এডিনসন কাভানি। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে দল। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোল তুলতে মরিয়া হয়ে ওঠে লিওনেল স্কালোনির শিষ্যরা।

৬৩ মিনিটে মেসির করা ফ্রি-কিকে মাথা ছুঁয়ে গোল করে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও অ্যাগুয়ারো।

ওয়াই/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ফুটবল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালিয়াতির অভিযোগ এনে উল্টো শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা
নিয়মিত ব্রাশ করেও কেন মুখে দুর্গন্ধ হয় জানেন?