• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৯, ১৩:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,,
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার। উন্নয়ন প্রকল্প গ্রহণ করার সময় কৃষকদের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সারের দাম কমিয়েছে। কৃষকদের ১০ টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ সরকার করে দিয়েছে। ১১ বছরে দেয়া হয়েছে ৬৫ হাজার কোটি টাকা ভতুর্কি। আর বিএনপির কাছে সার চেয়ে গুলি খেয়েছিল কৃষকরা।

তিনি বলেন, কৃষির উন্নয়নের মাধ্যমে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বব্যাংক কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করেছিল। আওয়ামী লীগ সরকার তা স্বত্বেও ভর্তুকি বহাল রেখেছে। অবশ্যই উন্নয়ন হবে। তবে কৃষককে বাদ রেখে নয়।

তিনি আরও বলেন, দেশের কৃষিকাজে, খাদ্যে আরও সমৃদ্ধ করতে কৃষকলীগকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

আরো পড়ুন

এসজে/পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় কৃষকলীগ নেতা আকরাম গ্রেপ্তার
৪৫০০ ইঁদুর মেরে পুরস্কার পেলেন কৃষক গনি আহম্মদ
বন্যাত্তোর কৃষক-শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইটভাটা রক্ষার দাবি 
এখনো উদ্ধার হয়নি টেকনাফে অপহৃত ৯ কৃষক