কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার: প্রধানমন্ত্রী
কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার। উন্নয়ন প্রকল্প গ্রহণ করার সময় কৃষকদের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সারের দাম কমিয়েছে। কৃষকদের ১০ টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ সরকার করে দিয়েছে। ১১ বছরে দেয়া হয়েছে ৬৫ হাজার কোটি টাকা ভতুর্কি। আর বিএনপির কাছে সার চেয়ে গুলি খেয়েছিল কৃষকরা।
তিনি বলেন, কৃষির উন্নয়নের মাধ্যমে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বব্যাংক কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করেছিল। আওয়ামী লীগ সরকার তা স্বত্বেও ভর্তুকি বহাল রেখেছে। অবশ্যই উন্নয়ন হবে। তবে কৃষককে বাদ রেখে নয়।
তিনি আরও বলেন, দেশের কৃষিকাজে, খাদ্যে আরও সমৃদ্ধ করতে কৃষকলীগকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
আরো পড়ুন
এসজে/পি
মন্তব্য করুন