ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৩:১৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম কামাল শেখ (২৫)। এ সময় রাজু (২০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দীন। 

বিজ্ঞাপন

নিহত কামাল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের সাঈদ শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন কৃষক কামাল ও তার চাচাতো ভাই রাজু। চন্দনা নদীর পাড়ে এলে হঠাৎ বজ্রপাত হয়। এতে কামাল শেখ ও তার ভাই রাজু আহত হন৷ এলাকার লোকজন তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |