দিনাজপুরের হিলিতে আউশধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ের ৩০০ কৃষকের মধ্যে বিনামুল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক বিতরণ করা হয়েছে।
কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে তাদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মধ্যে এসব তুলে দেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। সেই সঙ্গে কিভাবে এসব বীজ রোপন ও রক্ষনাবেক্ষন করতে হবে সেই সর্ম্পকে অবগত করেন কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটিরিনারি সার্জন ডা. মোনতাসির মামুন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মাহেবুর রহমানসহ অনেকে।
আরটিভি/এমএ/এস