ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

কাফনের কাপড় পরে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০১:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে কাফনের কাপড় পরে কলম বিরতি শুরু করেছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যানের অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার (২৩ জুন) এই কর্মসূচি শুরু করেন তারা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে হাজির হতে থাকেন। এ সময় তাদের হাতে ‘গোলামী আইন বাতিল কর, করতে হবে’ ‘বদলির নামে প্রহসন মানি না, মানবো না’ কিংবা ‘বদলির নামে জুলুমবাজি বন্ধ করতে হবে, বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (২১ জুন) সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, সোমবার ঢাকা সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবে।

এ ছাড়া অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্ব-স্ব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |