পদ্মা ও যমুনা নদীতে উত্তাল ঢেউ আর বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনা এড়াতে আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৯ টা থেকে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ( ট্রাফিক) ফরিদুল ইসলাম।
তিনি জানান, সকাল থেকে বাতাসে পদ্মা নদীতে ঢেউ বেড়ে গেলে লঞ্চ চলাচল ঝুঁকি হয়ে যাওয়ায় এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে লঞ্চ পারাপার শুরু হবে।
তবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-করপোরেশন( বিআইডব্লিউসি)’র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, পদ্মার উত্তাল ঢেউ ও তীব্র স্রোতে ফেরি পারাপারে কিছুটা বেশি সময় লাগলেও ও নৌরুটে বাস ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এ নৌরুটে ১৭ ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
জিএ