পদ্মায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।
পরে গভীর রাতে ক্ষুদে বার্তার মাধ্যমে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে। সেগুলো হলো- রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা এবং এনায়েতপুরী।
বিআইডব্লিউটিসি আরও জানায়, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানানো হয়।
আরটিভি/কেএইচ