ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ,  আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ০২:২০ পিএম


loading/img
ছবি আরটিভি নিউজ

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলের দিকে শহীদ-মিরাজ-তপন স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ড-সদর থানা রোড ও বাজার হয়ে গালর্স স্কুল রোড হয়ে আবার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

 বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই ম্যারাথনে  অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, লে. কর্নেল ওয়াদুদ উল্লাহ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল কবীর, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

 ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন জেলার সিংগাইর উপজেলার জয়মণ্ডপ এলাকার কলেজছাত্র অমিত হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেন পুলিশ সদস্য গোলাম রসূল এবং তৃতীয় স্থান অধিকার করেন ফুটবল কোচ এবং সাবেক ফুটবলার সোহেল আল মামুন।

বিজ্ঞাপন

পরে বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |