হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ইঞ্জিনিয়ারিং অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান পলাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ মার্চ) আনুমানিক রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লু মুন ছাত্রাবাসের একটি কক্ষ থেকে পলাশের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে আনুমানিক রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় ।
পলাশ ইঞ্জিনিয়ারিং অনুষদের ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের একজন শিক্ষার্থী। তার বাসা গাজীপুর।