ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

এবার পটুয়াখালীতে আজহারীর মাহফিল, জানা গেল তারিখ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১১:৩৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের ৮ বিভাগে মাত্র ৮টি মাহফিলের সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। কিন্তু পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রিয় বক্তার বয়ান নিজের জেলায় বসেই শোনার সুযোগ পাচ্ছেন পটুয়াখালীবাসী।

বিজ্ঞাপন

কাছ থেকে প্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে দেখতে পাওয়া যাবে এবং ইসলামী আলোচনা শুনতে পাওয়া যাবে, এই কারণে আনন্দের জোয়ার বইছে পটুয়াখালী জেলাজুড়ে। বিরাজ করছে উৎসবের আমেজ। ২৫ জানুয়ারির সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারা।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, ‘ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী আসবেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দুপুর ২টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকছেন তিনি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন সাবেক ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

উল্লেখ্য, তাফসিরুল কোরআন মাহফিলে নারীদের বসার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন হাজারো স্বেচ্ছাসেবক।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |