ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:২৫ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সিফাতুল্লাহ সিফাত বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সিফাতের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্থ ছিল। এছাড়া কিছু দিন আগেই তার মারা যায়। হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে আমরা  ধারণা করছি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |