ঢাকাSunday, 16 March 2025, 2 Choitro 1431

ছাত্রাবাসে বসে মদ-গাঁজা সেবন, ৪ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:২৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ছাত্রাবাসে বসে মদ-গাঁজা সেবনের অপরাধে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের আাবসিক হল থেকেও চিরতরে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৮৩ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ও স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলম।

বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন- চুয়েটের পুরকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ, পারভেজ রেজা খান ও সৈয়দ শাহরিয়ার ইসলাম লামুন এবং যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ মাহিদ হোসেন। 

বিজ্ঞাপন

এর আগে, ২৩ ফেব্রুয়ারি রাতে চুয়েটের শহিদ মোহাম্মদ শাহ হলের ৪০২ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট। এ সময় চার শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাদের হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা ও দুটি আলাদা বোতলে ৫০০ মিলিগ্রাম মদ জব্দ করা হয়। 

এ ঘটনা নিয়ে চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির জরুরি সভা শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হল প্রভোস্টদের লিখিত অভিযোগ ও জব্দ করা আলামতের ভিত্তিতে চুয়েটের মাদক প্রতিরোধ নীতিমালা অনুযায়ী তাদের দুই বছরের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |