ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পিস্তল-গুলি সংগ্রহ করে ফেরার পথে আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:০১ পিএম


loading/img

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে চারটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ ফেব্রুয়ারি) র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আব্দুর রাজ্জাক রাজু (২৬) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল একটি যাত্রীবাহী ভ্যান থেকে রাজ্জাককে অবৈধ অস্ত্রসহ আটক করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী সোনামসজিদ এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সোনামসজিদ এলাকায় মাদক কারবারে সম্পৃক্ত বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |