• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

ঢাকা উদ্যানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি উদ্ধার

আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭
পিস্তল-গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিনগত রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান নদীর পাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তল কভার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবেসে বিয়ে, দুই মাস পর মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু 
রাজধানীর ১৩ পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রি রোববার থেকে
ফের ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল