গাইবান্ধায় ১০ টাকার লোভ দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সুজা মিয়া (২৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শিশুটির বাবা গাইবান্ধা সদর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত সুজা গাইবান্ধা সদর উপজেলার ইসলাম মিয়ার ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান প্রতিবেশী সুজা। এ ঘটনায় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান সুজা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, শিশুটির বাবা মামলা করেছেন। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুজাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।