ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ভালুকায় মাছের খামারে ডুবে শিশুর মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০২ জুন ২০২৫ , ১১:১৭ পিএম


loading/img

ময়মনসিংহের ভালুকায় মাছের খামারে ডুবে আয়েশা আক্তার (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বিরুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা আক্তার একই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে দুই বছর বয়সী শিশু আয়েশা আক্তার পরিবারের অজান্তে বাড়ির পাশের মাছের খামারের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন আয়েশাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশেই একটি মাছের খামারে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে স্বজনরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার শিশু আয়েশাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের আবেদন প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন


আরটিভি/ এমএ

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |